আমি মো: আশরাফুল ইসলাম, পিতা: মো: শফিকুর রহমান, মাতা: মোছা: শাহিদা বেগম, জন্ম ১৯৮৫ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করি।
ওয়েব বাজার বিডির প্রতিষ্ঠাতা আমি নিজেই তাই আমি সর্বদাই আমার গ্রহকের সুবিধা অসুবিধা লক্ষ রেখে কাজ করতে চাই। প্রতিষ্ঠাতার পাশা পাশি ওয়েব ডেপলোপার হিসাবে স্কুল ম্যানেজমেন্ট ও ওয়ার্ডপ্রেস থীম নিয়ে টুক টাক কাজ করি আমি নিজেই।
আমার ওয়েব বাজার বিডি প্রতিষ্ঠানে অধীনে কিছু সংক্ষক গুরুত্বপূর্ণ ওয়েব ডেপলোপার একটি টিম কাজ করে তাদের নি:স্বার্থে অক্লান্ত পরিশ্রমের কারনে আমাদের এই সার্ভিসকে আরো সুন্দর করতে পেরেছি আলহামদুল্লাহ । আমাদের সাইটে দেশের বিভিন্ন জেলা উপজেলার অনেক প্রতিষ্ঠান ওয়েবসাইট, অ্যাপ,ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছে।
যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে না দেখে বা আমাদের ওয়েব বাজার বিডি অফিসে না এসে শুধুমাত্র ওয়েব সাইট ভিজিট করে আমাদের কথায় বিশ্বাস করেছে তাদেরকে অসুংখ্য ধন্যবাদ। আমরা কখনেই তাদের তথ্য ওয়েব সাইটে লিংক শেয়ার করবো না। কারণ অনেক সুবিধা বাদী প্রতিষ্ঠান আছে সেই সমস্ত লিংক নিয়ে হ্যাংক বা তাদের তথ্য নিয়ে লোভনিয়ও অফার করে এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ঠ হয়। আরো অনেক অসুবিধা আছে। যাই হোক আপনার ডেমো পচ্ছন্দ হলে নিতে পারেন ইনশ্যাল্লাহ। আমি ছোট সেবা দেই কিন্তু যত্নসহকারে।
সফটওয়্যার নেওয়ার পর যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে ওয়েব বাজার বিডিতে কল দিয়ে জানিয়ে দিলে হয়তো তৎক্ষনিক সমস্যা সমাধান করতে না পারলেও আপনাকে ২৪ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হবে ইনশ্যাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে।
সম্মানিত গ্রাহকবৃন্দ, আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল লিংক ও পেজ সব কিছুই ওয়েব সাইটে দেওয়া আছে, ফোন নাম্বার ০১৭১৭ ৪৫২৭৬৪, গুগল ম্যাপ এড করা আছে, সরাসরি আসতে পারেন অথবা সম্পূর্ন তথ্য আমাদের সর্ম্পকে জেনে তারপর সফটওয়্যার কিনুন। প্রতারিত হওয়ার আগে ভাল ভাবে জেনে বুঝে লেনদেন করুন। ধন্যবাদ
ওয়েব বাজার বিডি ছাড়াও আরো একটি প্রতিষ্ঠান একালায় ২০০৭ সাল থেকে কম্পিউটার ট্রেনিং কারিগরি বোর্ডের অধীনে চালাচ্ছি সুনামের সহিত। যার প্রতিষ্ঠান কোড: ১৫০৬৮ ও ইআইআইএন নং: ১৩৬১৬০ চাইলে খোজ খবর নিয়ে তারপর আপনি আমাদের সফটওয়্যার বা সার্ভিস নিতে পারেন ইনশ্যাল্লাহ।