গুরুত্বপুর্ন – আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি WebBazarBD.com এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি WebBazarBD.com এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।
আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, রিসেলার, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।
যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।
সেকশন ১ – সাধারন কন্ডিশনঃ প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে WebBazarBD.com যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।
আমাদের ওয়েবসাইট WebBazarBD.com.com ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।
আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। WebBazarBD.com যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। WebBazarBD.com আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।
সেকশন ২ – প্রোডাক্টস
আমাদের সকল প্রোডাক্ট WebBazarBD.com এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।
WebBazarBD.com সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই WebBazarBD.com নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।
সেকশন ৩ – বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়া
আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।
একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।
একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।
সেকশন ৪ – ডিসকাউন্ট
কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। WebBazarBD.com কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।
সেকশন ৫ – থার্ড পার্টি লিংক
বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার WebBazarBD.com না।
থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার WebBazarBD.com নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।
সেকশন ৬ – ভুল ইনফরমেশন এবং ত্রুটি
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।
সেকশন ৭ – অর্ডার ক্যান্সেল
WebBazarBD.com সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে বিডিশপ সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও WebBazarBD.com সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।
সেকশন ৮ - ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস সম্পূর্কে:
WebBazarBD.com সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে তাছাড়া নিজস্ব ডেপলোপার দিয়েই ওয়েব বাজার বিডির সকল পণ্য তৈরি : লাইন্সেস এর ক্ষেত্রে অবশ্যই সফ্টওয়্যার এবং থিম লাইসেন্স - ওয়েব বাজার বিডি থেকে প্রতিটি সফ্টওয়্যার এবং থিম এনক্রিপ্ট করা কোড রয়েছে। সফটওয়্যার কেনার পর ডাটাবেসের নাম পরিবর্তন করা যাবে না। সফটওয়্যার নেওয়ার পর, মনে করলেন যে আমি এখন পিতার নামের জায়গাটা বাদ দিবো, আর সে জায়গায় একটা নতুন তথ্য দিবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সামন্য ফি দিয়ে করতে হবে। সেটা সময় দিতে হবে। কাজ অনুপাতে নিম্নে আপনার ফি ৫০০/- সফটওয্যার অর্ডার করার পর আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য দিয়ে তৈরি প্রসেস হওয়ার পর বা ডেলিভেরি হওয়ার পর ফেরত দিতে চাইলে সেটা গ্রহন করা হবে না। এটা একটা ডিজিটাল প্রোডাক্ট যেটা কপি করা যায় সেজন্য এটা ফেরত হয় না। তবে যদি আমাদের ওয়েব সাইটে লেখা আছে একটা কিন্তু আপনি সেগুলো সার্ভিস পান নাই। এজন্য অবশ্যই আমরা ওয়েব বাজার বিডি সেই সার্ভিসটি দিতে বাধ্য থাকিব।
সেকশন ৯ - এসএমএস:
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সফটওয়্যারে যে তৃতীয় বা থার্টপাটি এস.এম.এস কোম্পনীর সাথে চুক্তি ঐ কোম্পানী btrc license কৃত তাই দেখা গেল কোন কারণ কোম্পানী সার্ভিস বন্ধ হলে সেটি এস.এম.এস কোম্পানী দ্বায়ী থাকবে। এক্ষেত্রে যতদিন এস.এম.এস কোম্পানী চালু বা স্বচল হবে না ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে বেশি দেরি হলে দেখা যাবে যে আমরা নতুন একটি এস.এম.এস কোম্পানীর সাথে চুক্তিবন্ধ হবো তখন সার্ভিস আবার চালু হবে। অনথ্যায় এস.এম.এস বন্ধ থাকবে। এস.এম.এস এর জন্য আপনাকে সব নিম্নে রিচার্জ করতে হবে বিকাসে ৫০০ টাকা এর কম হবে না। অবশ্যই বিকাস সার্ভিস চার্জ যুক্ত করতে হবে। আমাদের পেমেট লিংক ওয়েব সাইটে আছে সেখান থেকে ইউজার আইডি রেফান্সে দিয়ে টাকা রিচার্জ করুন। ধন্যবাদ
সেকশন ১০ - এসএমএস: এসএমএস কনফিগারেশন করার জন্য মাসংকিংক সেবা আলোচনা সাপেক্ষে সার্ভিস থাকলে রেজিষ্ট্রেশন করা যাবে সেটার একটি ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। । নন মাসকিংক এর জন্য ৫০০/- ফি দিতে হবে অবশ্যই। রেজিষ্ট্রেশন করার জন্য। এই টাকাটি ফেরত হবে না। *** নন মাসকিংক প্রতি এস.এম.এস পাঠালে খরচ হবে ৪১ পয়সা করে , *** মাসকিংক প্রতি এস.এম.এস পাঠালে খরচ হবে৬৫ পয়সা করেআর এপিআই বাধ্যতা মুলক ওয়েব বাজার বিডি থেকে নিতে হবে। না হলে sms পাঠাতে পারবেন না। বর্তমান বাজার অনুয়ায়ী আপডেট প্রাইজ থাকবে ২০২৫ থেকে এই রেট কার্যকর আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র কালার কপি দিতে হবে। সময় লাগবে ৫ থেকে ৭দিন (অফ ডে বাদে) । ভবিষৎতে বাজার অনুপাতে প্রতিবছর রেট বৃদ্ধি করলে ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। প্রতিষ্ঠান কর্তৃপক্ষে বিষয়টি মেনে নিতে হবে।
সেকশন ১১ - পেমেট গেটওয়ের জন্য কনফিগারেশন করতে ১০০০/- ফি দিতে হবে। এটি ওয়েব বাজার বিডি কে দিতে হবে তাই এ টাকা ফেরত হবে না। বিকাস এর জন্য- এক কালীন খরচ।
সেকশন ১২ - ওয়েব সাইট লগিন : আপনার সফটওয়্যার নেওয়ার পর যদি ডিফল্ট ইউজার ও পাসওয়্যার পরিবর্তন করুন এতে হ্যাকার সুযোগ দিতে পারে কোন তথ্য ডিলেট করতে পারে এজন্য ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। সময় সময় মনে রাখতে হবে আপনার সফটওয়্যার আপনার ডোমিন হোষ্টিং নিজ দায়িত্বে রাখতে হবে যেমন ব্যাকাপ করা এটা যদি সফটওয্যার নিবেন অবশ্যই তাকেই রাখতে হবে নিয়মিত সাথে ইউজার ও পাসওয়ার্ড ।
সেকশন ১৩ – নিষিদ্ধ ব্যবহার
যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।
(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।
এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।
সেকশন ১৪ – ডিজিটাল প্রোডাক্ট পেমেট সিস্টেম
ডিজিটাল সার্ভিস নেওয়ার পর - যেমন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার-ওয়েব সাইট, থিম, অ্যাপ, পিডিএফ, ডাউনলোড প্রোডাক্ট, এসমস্ত সার্ভিস গ্রহন করার পূর্বে ফুল টাকা পরিশোধ করতে হবে। ওয়েব বাজার বিডি সুযোগ-সুবিধা বর্ণনা করা আছে- তাছাড়াও লাইভ ডেমো দেখে প্রোডাক্ট অর্ডার করবেন। তাই প্রোডাক্ট অর্ডার করলে ৫০% টাকা আগে জমা দিতে হবে এবং নেওয়ার সময় ফুল টাকা পরিশোধ করে সার্ভিসটি গ্রহন করতে হবে। যেহেতু এগুলো ডাউনলোড ও কপি করা যায় সেসমস্ত প্রোডাক্ট আগেই বিল পরিশোধ করতে হবে। ধন্যবাদ।
সেকশন ১৫ – স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ওয়েবসাইট লাইন্সেস:
এনক্রিপ্ট, সুরক্ষা এবং লাইসেন্স পিএইচপি। ডোমেন পিএইচপি 7.4 (ea-php74) প্রতি পিএইচপি একটি সংস্করণ থাকতে হবে. ম্যানেজমেন্ট সফটওয়্যার রুট ডোমিন ও সাবডোমিন করা যাবে না, আপনাকে পাবলিক ফোল্ডারে নিতে হবে। পিএইচপি এক্সটেনশন আয়নকিউব লোডার থাকতে হবে।
সেকশন ১৬ – ডেস্কটপ সফটওয়্যার এর জন্য ডিভাইস রেজিষ্ট্রেশন
বিস্তারিত এই লিংকে ক্লিক করুন
সেকশন ১৭ – ডিজিটাল হাজিরা ডিভাইস অ্যাটেনডেন্স সিস্টেম (ইনস্টিটিউট প্যাকেজ):
আপনার যখন ম্যানেজমেন্ট সফটওয়্যার নিবেন তখন সব কিছু দেখে তারপর নিবেন- সফটওয্যার দাম বাদে আপনাকে ডিজিটাল হাজিরা মেশিন জেডকেটেকো ব্যান্ডের কিনতে হবে অনলাইন সাপোট আর এটি আপনাকে নিজ এলাকা বা শহর থেকে কিনতে হবে। এর দাম সম্পূর্ণ আপনাকে পরিশোধ করতে হবে। এখন এটার জন্য লাইফ টাইম একটা কম্পিউটার বা ল্যাপটপ সফটওয়্যার ব্যবহার করতে হবে যার দাম : ৩০০০/৬০০০ টাকা এককালীন পরিশোধ করতে হবে। আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ডিভাইস সাপোর্ট সফটওয্যার নিতে পারবেন ১। কার্ড ও ফিঙ্গার সাপোর্ট মুল্য ৩০০০/- টাকা ২। কার্ড, ফিঙ্গার ও ফেস সাপোর্ট মুল্য ৬০০০/- টাকা যদি ১টি ডিভাইস বৃদ্ধি করেন তবে কার্ড, ফিঙ্গার-২০০০/- ও কার্ড, ফিঙ্গার ও ফেস -৩০০০/- যোগ করতে হবে। এ সকল তথ্য পড়ে বুঝে তারপর সফটওয়্যার নিন। এব্যাপারে ফোনে কল দিয়ে বিস্তারিত জানুন: 01717452764 এই কন্টেনকে ইংরেজীতে করে দিন
সেকশন ১৮ – আপনি কি কি সার্ভিস নিচ্ছেন তার উপর খসড়া ভাউচার নিন
আপনি ওয়েব বাজার বিডি থেকে কি কি সার্ভিস নিচ্ছেন সেটার জন্য একটা ভাউচার নিন এবং সেটাতে কি কি ফ্রি আছে সেটা উল্লেখ করে নিন। যে সময় আপনি আপনার সার্ভিস নিচ্ছেন সেটার ভার্সন কত সেটা চেক দিন। পরবর্তীতে কোন ভার্সন বা আপডেট তৈরি হলে আপনি ফ্রিতে পাবেন না। আমাদের যে কোন প্রোডাক্ট আপনি নেওয়ার পর যদি তার কিছুক্ষণ পর আমরা নতুন কিছু আপডেট করি আর সেটা ভিডিও বা আমাদের ডেমো দেখে পচ্ছন্দ হয় সেক্ষেত্রেও আপনাকে যথাযথ মুল্য দিয়ে নিতে হবে। আপনি যে পূর্ণটা ক্রয় করেছেন সেটা এককালীন তাই কোন পণ্য বা ডিজিটাল পণ্য কেনার আগে সব চেক দিয়ে বুঝে নিন- প্রয়োজনে আগে ভিডিও , ডেমো বা গুগল মিটে দেখে যাছাই-বাছাই করে নিন। সময় থাকবে বুঝে নেওয়ার ৭ থেকে ১০ বা সবচ্চ ২০ দিনের মধ্যে । আপনাকে কাজ গুলো ৮৫% ভিডিও রেকড করা টিউটোরিয়াল দেখে শিখতে হবে বাকী ১৫% কাজ সমস্যা বা আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে সরাসরি গুগল মিটে অনলাইনের মাধ্যমে শিখতে হবে এক্ষেত্রে দুই পক্ষের সময় অনুযায়ী। সেটা হতে হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে। শুক্রবার বন্ধ। আপনি যে সফটওয়্যার বা ওয়েব সাইট নিচ্ছেন সেটা লাইভ ডেমো ওয়েব বাজার বিডি থেকে দেখুন তারপর নিন। সফটওয়্যার নেওয়ার পর আপনার ইচ্ছামত কোন কিছু বানিয়ে বা চাবেন সেটা হবে না। সমস্ত কথা রেকড করে রাখুন সন্দেহের হলে।
সেকশন ১৯ – ডিলেট
আপনার ইউজার আইডি ও পাসওয়াড সেটা হতে পারে ওয়েব সাইট, ম্যানেজমেন্ট, অ্যাপ বা অন্যান্য সব কিছু বুঝে নেওয়ার পর আপনি হোষ্টিং সকল প্রকার পাসওয়ার্ড পরিবর্তন করুন। আপনি বা কেউ কোন কারনে ডিলেট করলে সেটা ওয়েব বাজার বিডি দ্বায়ী থাকবে না। পূনরায় সেটাআপ ফি দিয়ে আপনাকে সার্ভিস রিষ্টোর করতে হবে। এজন্য প্রতি নিয়ত কাজ করার পর আপনি নিজে নিজে তথ্য ব্যাকাপ রাখুন প্রয়োজনে ওয়েব বাজার বিডির সহযোগীতা নিন কিভাবে করবেন।
Important - Please read these terms and conditions carefully before using or purchasing any of our services, products, software or services. By using our service, you have read and agree to our terms and conditions. But, if you do not agree to our terms and conditions, it is better not to use our service. This is the End-User License Agreement between WebBazarBD.com and you, whereby the licensor or we are WebBazarBD.com and you are the customer.
By visiting our website and/or purchasing any product from us, you become a user of our website and engage with our services and agree to our “Terms of Service”, “Terms of use” or “Terms”. These terms and conditions apply to all website users, browsers, vendors, customers, merchants, resellers, affiliate programmers and/or content contributors.
You can read and understand our updated terms and conditions at any time by visiting this page. Therefore, you will be deemed to have agreed to any new features, additions or new sections of our Terms and Conditions.
Section 1 – General Conditions: Product Price and Product Stock
The price of any product and whether the product is available or not depends entirely on the stock of the product. If any product or service is not available, WebBazarBD.com will inform you as soon as possible and suggest a similar or alternative product or refund the advance payment as per the refund policy. For details about our refund policy, please refer to the Refund Policy section.
By visiting our website WebBazarBD.com.com or by purchasing anything from the website, you agree that similar or alternative products may not be available to the customer after placing an order due to the nature of business, natural or global conditions, incoming stock or sold out. Products may be suggested or the entire order may be cancelled.
The price of any product on our site may change without any notification or message. We make every effort to keep the prices on our site accurate, but prices may change over time. In this case, you will be informed before the order is sent for delivery and you can take or cancel the order if you want. WebBazarBD.com reserves the right to discontinue, change or extend any service or offer or delivery at any time. WebBazarBD.com shall not be liable to you or anyone else for such changes.
Section 2 – Products
All our products are available online through WebBazarBD.com. Products may be in limited quantities, so returns and exchanges will only be processed in accordance with our Return Policy.
WebBazarBD.com makes every effort to accurately display or describe all products on the site in terms of color, size or any other variation on the website and provide selection options. Then the color or size of the product may be different due to the user's device settings, device model, OS region or color calibration. Therefore, WebBazarBD.com cannot guarantee that the actual product will look exactly like the product image shown on the site. If a product does not match the description on the website, you can return the product unused according to our Return and Replacement Policy. Furthermore, we reserve the right to limit stock of any product, change price or description without notice.
Section 3 – Correct provision of billing and account information
We reserve the right to refuse any order you place with us, limit the number of products on pre-order or cancel any order. This obligation may apply even if there is a same account, same billing address, same payment account, and/or same shipping address. In case of any order cancellation, product quantity limitation, product quantity cancellation, we will make every effort to contact the customer through the contact number or mail address in the placed order information. In the case of any special offer, we also reserve the right to cancel any order placed by a dealer, distributor or reseller if we believe in our judgment.
As a website user or customer you agree to provide us with your complete and accurate account information on every order from us. In addition, as a customer, you agree to update your account information, email address, contact number and payment account details on a regular basis, so that we can complete your transaction and contact you promptly to provide products or services.
Customers cannot register multiple accounts with a phone number or email address or account information. Even if you are able to do so, you cannot take more than one of our offers, discounts, deals, coupons or special offers and the order submitted may be cancelled.
Section 4 – Discount
Coupon codes, promo codes, discount offers, or signup offers essentially reduce the product's regular price. Discount coupons, gift cards will not be refunded, returned or exchanged after the order is successful. According to this policy, no customer created with the same phone number or email address can receive discounts or offers more than once. Only the main content of the offer will be written in the content of the promotional SMS or offer banner, the detailed terms and conditions are mentioned on the website, so there is an opportunity to check the terms before accepting the offer. WebBazarBD.com reserves the right to amend, change, extend or cancel any offer at any time without any prior notice.
Section 5 – Third Party Links
In order to provide the best customer service, there are some services that we provide, but in some cases, third party services may be available. In cases where we provide links to third party providers, entering the link will take you to third party websites with which we are not affiliated. WebBazarBD.com is not responsible if there is any problem if you use the service by using these third party website links.
WebBazarBD.com will not be held responsible for any damage caused by third party products, services, resources, content or transactions from these websites. It is advised to know the details of their policy before taking any product or making a transaction from a third party. Any product related complaint, claim, or question received from a third party shall be addressed to the third party.
Section 6 – Misinformation and Errors
Our website may inadvertently contain incorrect information about certain products or services. For example, typographical errors, misinformation or errors, which may be in relation to any product details, prices, promotions, offers or product delivery charges or product stock. We therefore reserve the right to correct such incorrect information or make changes as necessary without prior notice. If you forget that the price of a product is abnormally reduced and you order that product, the order may be cancelled. For example, if the price of a product of 1200 rupees becomes 12.00 rupees, the paid order can be canceled and refunded.
Section 7 – Order Cancellation
WebBazarBD.com always sells original and authentic products. Hence, any product is received from an authorized vendor and quality checked before delivery. Therefore, after checking the quality of a product, if there is any problem with the product, BDShop reserves the right to cancel the order. Because, we are trying to provide the best shopping experience to our customers. In addition, WebBazarBD.com reserves the right to cancel the order if any product is out of stock or out of stock. Because, for some reasons, the product stock is not understood in advance. For example, due to unforeseen inventory issues, website management issues, vendor stock update issues or any other unforeseen issue or sudden increase in demand for a product and out of stock and any additional orders may be canceled and refunded.
SECTION 8 - SUPPLY OF DIGITAL PRODUCTS OR SERVICES:
WebBazarBD.com always sells original and authentic products and all Web Bazar BD products are developed by own developers: Software and theme licenses are required - every software and theme from Web Bazar BD includes encrypted code. The database name cannot be changed after purchasing the software. After getting the software, thought that I will now remove the place of father's name, and enter a new information in that place, in which case you must do it for a nominal fee. It has to be given time. 500/- your fee below the working ratio will not be accepted if you want to return the software after processing it with all the information of your organization or after delivery. This is a digital product that can be copied and therefore is not returnable. But if there is one written on our website but you have not received those services. That's why we Web Bazaar BD will be obliged to provide that service.
Section 9 - SMS:
The most important thing is that in our software, the contract with the third or third party SMS company is btrc license, so it was seen that if the service of the company is stopped for any reason, the SMS company will be liable. In this case, you have to wait until the SMS company is activated or automated. But if it is too late it will be seen that we will terminate the contract with a new SMS company and then the service will resume. Otherwise SMS will be disabled. For sms you need to recharge all the below Bikas will not be less than 500 taka. Bikas service charge must be added. Recharge the money by entering the User ID Recharge from our paymat link website. thank you
Section 10 - SMS: For SMS configuration, masking service can be registered subject to negotiation, if there is a service, registration will be done by paying a fee. . For non-masking, a fee of 500/- will be paid. For registration. This money will not be refunded. *** Non-masking will cost 41 paisa per SMS, *** Masking will cost 65 paisa per SMS and API will be taken from Web Bazar BD as per the obligation. Otherwise, you will not be able to send SMS. There will be an update price according to the current market, this rate will be effective from 2025. You will have to provide a color copy of your smart national identity card. It will take 5 to 7 days (excluding off days). Web Bazar BD will not be responsible for increasing the rate every year in the future according to the market ratio. The institution authorities will have to accept the matter.
Section 11 - Configuration fee of 1000/- for payment gateway. This is to be paid to Web Bazaar BD so this money will not be refunded. For Vikas – One time cost.
Section 12 - Web Site Login: Web Bazaar BD will not be responsible if you change the default user and password after getting your software, which may give hackers an opportunity to delete any information. You have to remember from time to time that you should keep your domain hosting software in your own responsibility, such as backup, if you take this software, you must keep it regularly with the user and password
Section 13 – Prohibited Use
Reasons for restricting the use of our website are described below.
(a) Use in unethical practice.
(b) used to induce someone to commit an immoral act.
(c) used to violate any international, federal, provincial or national regulations, rules, laws, or local rules.
(d) use to infringe our or anyone else's intellectual property rights;
(e) use to harass, abuse, humiliate, harm, defame, defame, disparage or intimidate based on gender, sexual orientation, religion, race, age, national origin, or disability.
(f) for supplying incorrect or false information.
(g) uploading viruses or malicious code that interferes with the normal operation of the Site and is used in any way that harms others;
(h) Use to extract personal information of others.
(j) to engage in prohibited activities such as spam, phish, pharm, pretext, spider, crawl, or scrape;
(j) used for any obscene or immoral purpose;
(f) interfering with or disrupting the Service or the Website or related Internet security features;
We reserve the right to terminate your service usage or account for doing these prohibited activities.
Section 14 – Digital Product Payment System
After availing digital services – such as school management software – website, themes, apps, PDFs, downloadable products, full payment must be made before availing these services. Web Bazaar Bd Features Described - Also Watch Live Demo and Order Products. Therefore, if you order the product, you have to deposit 50% of the money in advance and you have to pay the full amount at the time of taking the service. All products must be billed in advance as they can be downloaded and copied. thank you
Section 15 – School Management Software and Website Licenses:
Encrypt, Protect & License PHP,Each domain must have a version of PHP 7.4 (ea-php74). Management software does not allow root domains and subdomains. You need to take it to the public folder. PHP extension IonCube Loader must be present.
Section 16 – Device registration for desktop software
Click this link for details
Section 17 – Digital Attendance Device Attendance System (Institute Package):
When purchasing management software, make sure to review everything carefully before making a decision. Apart from the software cost, you will need to buy a ZKTeco brand digital attendance machine, which must be purchased from your local area or city. The full payment for this device must be made by you.
For lifetime usage, you will need a computer or laptop to run the software, which requires a one-time payment of 3,000/6,000 BDT.
For your organization, you can choose a device support software:
Card and Fingerprint Support – Price: 3,000 BDT
Card, Fingerprint, and Face Support – Price: 6,000 BDT
If you add an extra device, the additional cost will be:
Card and Fingerprint – 2,000 BDT
Card, Fingerprint, and Face – 3,000 BDT
Please read and understand all the details before purchasing the software.
For further information, call: 01717452764.
Section 18 – Get a draft voucher for the services you are taking
Get a voucher for the services you are taking from Web Bazar BD and mention what is free in it. Check the version of the service you are taking at the time you are taking it. If any version or update is made later, you will not get it for free. If we update something new after a while after you take any of our products and you like it by watching the video or our demo, you will still have to pay the appropriate price. The full purchase you have made is a one-time purchase, so check everything before buying any product or digital product - if necessary, first watch the video, demo or Google Meet and choose. There will be time to understand within 7 to 10 or maximum 20 days. You will have to learn 85% of the tasks by watching the video recorded tutorials, the remaining 15% of the tasks are problematic or you do not understand, you will have to learn directly through Google Meet online, in this case according to the time of both parties. It should be between 9 am and 4 pm. Closed on Fridays. Watch the live demo of the software or website you are taking from Web Bazar BD and then take it. You cannot create or request anything you want after purchasing the software. Keep a record of everything in case of doubt.
Section 19 – Delete
After understanding your user ID and password, it can be website, management, app or everything else, you should change all kinds of passwords for hosting. If you or anyone deletes it for any reason, Web Bazar BD will not be responsible. You will have to pay the setup fee again to restore the service. For this, after every regular work, you should back up the data yourself and if necessary, take the help of Web Bazar BD on how to do it.